Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দূরে গিয়ে সিগারেট খেতে বলায় কিশোরের সঙ্গে তর্ক, পরে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দূরে গিয়ে সিগারেট খেতে বলায় কিশোরের সঙ্গে তর্ক, পরে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দূরে গিয়ে সিগারেট খেতে বলায় সালমান (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ক্যানেলপাড় এলাকায় এই ঘটনা ঘটে। 

আজ শুক্রবার সকালে ওই কিশোরকে দ্বিতীয়বার হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। 

নিহত সালমান খুলনা জেলার শাহারাবাদ থানার জিনারতলা গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে। তারা সপরিবারে কুতুবপুরের চিতাশাল এলাকায় ভাড়ায় বাস করত। 

নিহতের মা খুকু বেগম বলেন, ‘রাত ১০টার দিকে ক্যানেলপাড় এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল আমার ছেলে। এ সময় জাহিদ নামের এক ছেলে তার সামনে সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়ছিল। তখন তাকে দূরে গিয়ে সিগারেট খেতে বলায় দুজনের তর্ক হয়। একপর্যায়ে জাহিদ দলবল নিয়ে এলে রড, লাঠি দিয়ে মারধর করে আমার ছেলেকে। আহত অবস্থায় প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে আসে। ভোরের দিকে অবস্থা খারাপ হলে আবার হাসপাতালে নেওয়ার জন্য রওনা হলে পথিমধ্যে মারা যায় সালমান।’ 

নিহতের স্বজন সূত্রে জানা যায়, লাশ নিয়ে বাড়ি ফিরে এই ঘটনা থানা–পুলিশের কাছে যাবে কিনা তা নিয়ে পরামর্শ করছিলেন তাঁরা। সকাল ১০টার দিকে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার জামান এসে বলেন, ‘এই ঘটনায় পুলিশের কাছে গেলে পুলিশ লাশ কাটাছেঁড়া করবে, আইনি জটিলতা বাড়বে। কিন্তু যে মারা গেছে সে তো ফিরবে না। তাই দাফন করে ফেল, আমি বিচার করে দিব।’ 

কিন্তু এতে স্বজনেরা রাজি না হয়ে পুলিশকে খবর দেয়। দুপুর ১টার দিকে পুলিশ এসে লাশ হাসপাতালের মর্গে পাঠায়। 

এই বিষয়ে জামান মেম্বার বলেন, ‘আমাকে ওই এলাকার একজন ফোন করে জানায় উঠতি বয়সী ছেলেরা মারামারি করার পর একজন মারা গেছে। আমি তখন নিহতের বাবাকে বলেছি আপনি স্থানীয়ভাবে মীমাংসা করতে চাইলে আমি সহযোগিতা করব। আর না চাইলে মামলা করতে পারেন। এর বেশি কিছু বলিনি।’ 

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। আগামীকাল শনিবার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। আর মেম্বারের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করা হবে।’

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি