হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মারধরে সাবেক কর্মচারী ইউনিয়ন নেতা নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে প্রতিপক্ষের মারধরে আব্দুল হালিম (৬৩) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ পাওয়া গেছে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ছিলেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সহকর্মীরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হালিমের ছেলে এ জেড এম ফয়সাল খান বলেন, তাদের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহলা গ্রামে। তাঁর বাবা বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন এবং ইউনিয়নের সভাপতি ছিলেন। গত মঙ্গলবার তাঁর বাবা কাজে ঢাকায় আসেন। গতরাতে জানতে পারি কে বা কারা তাঁর বাবাকে মারধর করছে। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ পান।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের সহকর্মী ও ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী বলেন, হালিম বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন। ২০২০ সালে চট্টগ্রাম পটিয়ার ব্যাংক থেকে অবসরে যান। তবে ইউনিয়ন নিয়ে ব্যাংকের অন্য সহকর্মীর সঙ্গে ঝামেলা চলছিল। অক্টোবর মাসে ব্যাংকের বার্তাবাহক ফয়েজ ও ক্যাশিয়ার মিরাজ মতিঝিলের ইউনিয়ন অফিস থেকে হালিমকে বের করে দখল করেন এবং হত্যার হুমকি দেন। এই ঘটনায় মতিঝিল থানায় ফয়েজ ও মিরাজের বিরুদ্ধে জিডি করা হয়। জিডি নম্বর (৩৩৫)। তাঁর পদ ফিরে পেতে লেবার কোর্টে মামলাও করেন।

তিনি আরও বলেন, গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন হালিম। গতকাল সন্ধ্যার দিকে মতিঝিল বিমান অফিসের গলিতে তাঁরা কয়েকজন সহকর্মী চায়ের দোকানে ছিলেন। এ সময় ফয়েজ মিরাজসহ সাত থেকে আটজন সেখানে এসে কেন কোর্টে মামলা করেছে, এ বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু করে। একপর্যায়ে হালিমকে কিলঘুষি মারতে শুরু করেন তারা। এতে হালিম অচেতন হয়ে পরলে তাঁকে টেনে-হিঁচড়ে দশতলায় ইউনিয়ন অফিসে নিয়ে যান। সেখানে হালিমের অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তিনি মারা যান।

এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার সিং বলেন, ‘মতিঝিল বিমান অফিসের গলিতে পূর্বের জের ধরে আব্দুল হালিমের সঙ্গে তাঁর পুরোনো কলিগদের ধস্তাধস্তি হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁর সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য