হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলা নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রেপ্তার সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)। ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হাসান হাওলাদারের সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গ্রেপ্তার সোহেল ও রাতুলসহ আসামিরা ক্ষিপ্ত হয়ে চাপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। এ সময় হাসানকে বাঁচাতে এলে তার বন্ধু মো. নূরে আলমও হামলার শিকার হন। পরে পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। নূরে আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, মঙ্গলবার রাতেই রামপুরা এলাকা থেকে অভিযুক্ত সোহেল ও রাতুল ইসলামকে গ্রেপ্তার করে বাড্ডা থানা-পুলিশ। এরপর গতকাল বুধবার সকালে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযুক্ত করে বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন