Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডা থানার হত্যা মামলায় রিমান্ড শেষে ফের কারাগারে আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাড্ডা থানার হত্যা মামলায় রিমান্ড শেষে ফের কারাগারে আনিসুল হক

বাড্ডা থানার আল–আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ড শেষে আবার কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আগেই এই মামলায় রিমান্ড মঞ্জুর হয়েছিল আনিসুল হকের। গত ১৭ অক্টোবর কারাগার থেকে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। দুই দিনের রিমান্ড শেষে আজ সকালে তাঁকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. আহসান হাবীব। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনিসুল হককে কারাগারে রাখার আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, আসামি আনিসুল হককে জিজ্ঞাসাবাদে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। দেশের বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের আসামিরা বিভিন্ন উপায়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আনিসুল হকও দেশ ছেড়ে পালাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। আসামি জামিনে মুক্ত হলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

যে মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল সেটির এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর বাড্ডা এলাকায় আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন আল আমিন হোসেন আগমন চিশতী। ‘আওয়ামী সমর্থিত সন্ত্রাসী বাহিনী’ সেখানে এলোপাতাড়ি গুলি চালালে আল আমিন নিহত হন। 

ওই ঘটনায় গত ২১ সেপ্টেম্বর বাড্ডা থানায় হত্যা মামলা করেন আল আমিনের মা। মামলায় আনিসুল হককে ‘পরিকল্পনাকারী ও নির্দেশদাতা’ হিসেবে ৪ নম্বর আসামি করা হয়। 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সদরঘাট থেকে নৌ পথে পালানোর সময় রাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করে পুলিশ। এরপর রাজধানীর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাঁকে।

‘আব্বুকে কবর থেকে রিমান্ডে নিয়ে যাক’

থ্রিলারে আগ্রহ তারুণ্যের

মোহাম্মদপুর থানার ওসির অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

উত্তরায় দুই ছিনতাইকারীকে পিটিয়ে পদচারী-সেতুতে ঝোলাল জনতা

ডেমরায় এলাকাবাসীর সঙ্গে যুবদলের সংঘর্ষ, আহত ৮

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় এক দিনে গ্রেপ্তার ২৪৮