হোম > সারা দেশ > ঢাকা

কয়লা নিয়ে জাহাজ রওনা দিয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘বিদ্যুৎ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হব। ইতিমধ্যে কয়লা নিয়ে জাহাজ রওনা দিয়েছে। এক সপ্তাহের মধ্যে একটি আমূল পরিবর্তন আসবে।’ 

আজ বুধবার মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিমে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল তখন দিনে ১৮ থেকে ২০ ঘণ্টার লোডশেডিং ছিল। কিন্তু আমাদের সরকার বিগত সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করেছে। প্রধানমন্ত্রী আমাদের ভালো রাখতে রাখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন বিদ্যুৎ না থাকলে মনে হয় কী যেন নাই।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ টিকে আছে। অন্য কেউ থাকলে এত দিনে পাকিস্তান-শ্রীলঙ্কার হয়ে যেত। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এমন ক্ষতি করোনাকালীনও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের খাদ্যব্যবস্থা নিশ্চিত করেছেন, তাই এখন আর কেউ অনাহারে থাকে না।’ 

মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, ‘সব বয়সের মানুষের খেলাধুলায় মনোযোগী হওয়া উচিত। খেলাধুলা পারে শরীর ও মনকে চাঙা রাখতে। মাদক ও সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।’

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। 

বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদ, মীরকাদিম পৌর মেয়র আব্দুস ছালাম প্রমুখ।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩