দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মুন্সিগঞ্জে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক কর্মীকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এ সময় তাঁর ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে।
উপজেলার রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখের নেতৃত্বে গুলি ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তিনি জয়ী স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কর্মী।
আজ সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় গুলিবিদ্ধের ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, মোহাম্মদ আবিদ হোসেন শোভন (২৭) ও ফরহাদ হোসেন। এদের মধ্যে আবিদ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর আপন ভাই ফরহাদ হোসেন (৩১) মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রামপাল এন বি এম উচ্চবিদ্যালয়ের শিক্ষক। শোভন ও ফরহাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের পক্ষে কাজ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানায়, নির্বাচনে পক্ষে-বিপক্ষে থাকাকে কেন্দ্র করে ফরহাদ ও শোভনদের সঙ্গে জয়ী স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থীর সমর্থক ও রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। আজ সোমবার দুপুরে ফরহাদ স্কুলের ক্লাস শেষ করে সিপাহী এলাকায় বাড়ি ফিরছিলেন। ওই এলাকার একটি ব্যাংকের কাছাকাছি গেলে মোটরসাইকেলের করে প্রান্ত তাঁর দলবল নিয়ে ফরহাদকে আটকে মারধর করেন।
খবর পেয়ে শোভন তাঁর ভাইকে বাঁচাতে আসলে প্রান্ত পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে শোভনের পায়ে গুলি করেন। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে দলবল নিয়ে পালিয়ে যান প্রান্ত। পরে স্থানীয়রা আহত ফরহাদ ও গুলিবিদ্ধ শোভনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় রেফার্ড করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. কালাম প্রধান জানান, আহত শোভনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁর বা পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনার পর থেকে প্রান্ত শেখ পলাতক রয়েছেন। এ বিষয়ে জানতে প্রান্ত শেখের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, ‘গুলিবিদ্ধ ও অভিযুক্ত দুপক্ষের মধ্যেই পূর্ববিরোধ ছিল। তার পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। এ ঘটনায় জড়িতকে গ্রেপ্তারে অভিযান চলছে।’