Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রী পরকীয়ায় জড়ানোয় ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

স্ত্রী পরকীয়ায় জড়ানোয় ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা

স্ত্রী পরকীয়ায় জড়ানোয় টাঙ্গাইলের ভূঞাপুরে মোস্তফা কামাল (৪২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ বুধবার উপজেলার ফলদা ঘোনাপাড়া থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঘাটাইল উপজেলার আনন্দপাড়া গ্রামের আমির আলীর ছেলে। পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।

পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন। মরদেহের পকেটে একটি ‘চিরকুট’ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী রুনা খাতুনকে থানায় আনা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়। তাতে স্ত্রীর পরকীয়ার বিষয়টি লেখা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

স্থানীয়রা জানান, মোস্তফা কামাল ও স্ত্রী রুনা খাতুনের সংসারে দুই ছেলে-মেয়ে রয়েছে। স্ত্রী পরকীয়ায় আসক্ত হওয়ায় প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। এতে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে মঙ্গলবার রাতের কোনো এক সময় শ্বশুরবাড়িতে এসে আত্মহত্যা করে তিনি।

মোস্তফা কামালের বড় ভাই সাজেদুল করিম বলেন, ‘পরকীয়া নিয়ে ওদের মধ্যে ঝগড়া প্রায় লেগেই থাকত। যে কারণে কামাল হতাশাগ্রস্ত হয়ে তার স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়েছে বলে ধারণা করছি।’

ফলদা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।’

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন