Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটি ও ওয়ালটন ডিজি-টেকের মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রিন ইউনিভার্সিটি ও ওয়ালটন ডিজি-টেকের মধ্যে সমঝোতা চুক্তি

প্রযুক্তিতে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডি) আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গ্রিন ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর) ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিহাবুদ্দিন, সিএসই বিভাগের চেয়ারপারসন ড. মুহাম্মদ আমিনুর রহমান, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. সিরাজুম মুনীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুক্তির ফলে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা; বিশেষত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ছাত্র-ছাত্রীরা ওয়ালটনে গবেষণা ও কাজের সুযোগ পাবেন। অন্যান্য সুযোগের মধ্যে রয়েছে গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ট্রেনিং ও প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ।

সংশ্লিষ্টরা জানান, সমঝোতা স্মারকের আওতায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রিসার্চ, একাডেমিক এবং ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহযোগিতা করবে। পুরো বিষয়টি দেখভালের জন্য উভয় প্রতিষ্ঠান থেকে কি-পারসন নিযুক্ত করার পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নিয়োগ দেবে ওয়ালটন।

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান

খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

লালমাটিয়ায় তরুণীকে মারধর: স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে বিক্ষোভ, কুশপুত্তলিকা পোড়ালেন নারীরা

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো