নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার সংবাদকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মিথ্যা’ দাবি করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ওয়াসা ভবনের সামনের সড়কে এই মানববন্ধন হয়।
সকাল ১০টায় শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী কর্মবিরতি দিয়ে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনের সড়কে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। ‘ঢাকা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দে’র ব্যানারে দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তাঁরা ‘তথ্যসন্ত্রাসের প্রতিকার চাই’, ‘মিথ্যা সংবাদ মানি না’, ‘ঢাকা ওয়াসার এমডিকে নিয়ে মিথ্যা সংবাদ বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম শহিদ উদ্দিন বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করছি। ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।