কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে বিশেষ সফটওয়্যার দিয়ে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোনের আইএমআইএ নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রির অভিযোগে সারোয়ার মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার (২৯ মার্চ) সকালে ভৈরব পৌর শহরের কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড সিদ্দিরচর রোডের ‘মা-বাবার দোয়া টেলিকমে’ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ওই দোকান থেকে ৭৪টি অবৈধ মোবাইল ফোন, আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি হার্ড ডিস্ক ড্রাইভ, ১টি ডিভিডি রাউটারসহ নগদ ৪৮ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। যার সর্বমোট আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট মো. ফাহিম ফয়সাল।
মো. ফাহিম ফয়সাল জানান, জিজ্ঞাসাবাদে সারোয়ার মিয়া অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সারোয়ার মিয়া (১৯) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ঝগরারচর এলাকার মো. কালাম মিয়ার ছেলে। সে আইএমইআই নম্বর পরিবর্তন করা এসব মোবাইল অপরাধি চক্রের হাতে তুলে দিত। তাঁর বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ৪১৩ ধারা ও সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।