হোম > সারা দেশ > ঢাকা

থার্টি ফার্স্ট নাইট ঘিরে মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান, গ্রেপ্তার ৩৯৩

আজকের পত্রিকা ডেস্ক­

থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীসহ সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান চালিয়ে গত তিন দিনে বিদেশি মদ ও বিয়ারসহ ৩৯৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রাজধানীতে ৮টি বিশেষ টিমসহ সারা দেশে টিম গঠন করে এই অভিযান চালানো হয়।

আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীসহ সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান চালানো হয়েছে। রাজধানীর অভিজাত এলাকায় হোটেল দ্য ওয়েস্টিনে পরিচালিত বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ ও ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেঁনেসায় বিদেশি মদ-৩২ বোতল, হোটেল রিজেন্সিতে অভিযান চালিয়ে মদ-৯১ বোতল ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী হতে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে দেশব্যাপী ২৮-৩১ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৫০৬টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৬৮টি মামলা দায়েরপূর্বক ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকালে ৪২ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেনসিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিলাতি মদ, বিয়ার-৭০৯ ক্যান, টাপেন্টাডল ট্যাবলেট-১ হাজার ৯০৯ পিস, চোলাই মদ ৬৫২.৭ লিটার, ৬৬.২৪ কেজি গাঁজা এবং নগদ অর্থ ২ লাখ ৯৭ হাজার ৩৯৭ টাকা জব্দ করা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য