হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে রাসেলস ভাইপার সাপের দংশনে কৃষকের মৃত্যু 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপের দংশনে হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে চন্দ্রবোড়া সাপ তাঁকে কামড় দেয়। আজ বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

হোসেন ব্যাপারী উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) এলাকার পরশ ব্যাপারীর ছেলে। তাঁকে কামড়ানো চন্দ্রবোড়া সাপটিকে পরবর্তীকালে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছেন। 

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে গরুর জন্য ঘাস কাটতে জান হোসেন ব্যাপারী। ঘাস কাটার সময় চন্দ্রবোড়া সাপে তাঁকে কামড় দেয়। চরাঞ্চল থেকে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ কিছুক্ষণ আগে নটাখোলা তাঁর বাড়িতে আনা হয়েছে।’ 

আজ শুক্রবার বিকেলেও আরেকজন কৃষককে চন্দ্রবোড়া সাপে কামড় দিয়েছে জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘আমরা চরাঞ্চলের লোকজন খুব আতঙ্কে আছি। হরিরামপুরের তিনটি চরে ৫-৬ জন এবং আমাদের পাশের ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও ৮-১০ জন মারা গেছেন।’ 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘এর আগে হরিরামপুরের চরাঞ্চলে চন্দ্রবোড়া সাপের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আজ একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩