Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলে ঢিল: এখনো কেউ চিহ্নিত হননি, একাধিক ভবন নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলে ঢিল: এখনো কেউ চিহ্নিত হননি, একাধিক ভবন নজরদারিতে

রাজধানীর কাজীপাড়া এলাকার কোন ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছে, তা এখনো চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। আজ শনিবার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে এ কথা জানান। 

হাফিজুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কোন ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, তা চিহ্নিত হয়নি। তবে বেশ কিছু ভবন সন্দেহের তালিকায় রাখা হয়েছে। সেসব ভবনের বাসিন্দাদের বিষয়ে খোঁজখবর ও যাচাই-বাছাই চলছে।’ 

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ গণমাধ্যমকে জানিয়েছেন, মেট্রোরেলের উদ্দেশে ঢিল ছোড়া হতে পারে—এমন একাধিক ভবন চিহ্নিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে এবং এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে ব্যবস্থা নেবে।

তবে কয়েকটি গণমাধ্যমে ভবন চিহ্নিত করা গেছে, এমন তথ্য প্রকাশ করা হয়েছে বললে হাফিজুর রহমান বলেন, ‘না এমন কোনো তথ্য নেই। এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এর জন্য একজন পরিদর্শককে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।’ 

মেট্রোরেলে ঢিল ছোড়া মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, তদন্ত অব্যাহত আছে। এখনো সঠিকভাবে চিহ্নিত হয়নি ভবন। কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত সব ভবনে খোঁজ করা হচ্ছে। অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এর আগে গত ৩০ এপ্রিল (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছুড়লে একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। 

সে সময় কর্তৃপক্ষ জানায়, গ্লাসে ঢিল লাগায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেট্রোরেলের আইন ২০১৫ অনুযায়ী অপরাধী শনাক্ত হলে শাস্তি হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিতের বিধানও রয়েছে।

সমুদ্রে খাঁচায় কৃত্রিম খাদ্যে ভেটকি চাষ

বন্ধের পথে শিল্প উৎপাদন

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

চিকিৎসার দাবিতে গণ-অভ্যুত্থানে আহতদের মানববন্ধন