হোম > সারা দেশ > ঢাকা

গণমাধ্যম জনগণের কথা বলে না: গীতি আরা নাসরীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রচলিত গণমাধ্যম জনগণের কথা বলে না মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেছেন, ‘গণমাধ্যম হচ্ছে জনগণের মাধ্যম। কিন্তু গণমাধ্যম জনগণের কথা বলে না। এখানে আমাদের সংস্কার দরকার, গণমাধ্যম কীভাবে জনগণের কথা বলবে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ভরসা ফিরুক গণমাধ্যমে। কোন সংস্কারে স্বাধীন হবে মিডিয়া?’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম।

অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘গণমাধ্যমকে সংখ্যায় অনেক বাড়তে দেখেছি। তবে গণমাধ্যম হারিয়েছে বিশ্বাসযোগ্যতা ও পাঠক। এখন গণমাধ্যম নিজেই সংস্কার চাচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কার করতে হবে।’

গণমাধ্যমকে সাধারণ মানুষ নিজের মনে করে না জানিয়ে তিনি বলেন, মাত্র দুই মাস আগে (ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের সময়) মানুষ দেয়ালে নিজের মতপ্রকাশ করতে শুরু করে। মানুষের কথা বলার সক্ষমতা আছে, তা এত দিন মিডিয়ায় দেখতে পাইনি। এসব গণমাধ্যমে প্রকাশের কথা ছিল। কোথায় বাধা ছিল। কোন শৃঙ্খলগুলো এত দিন আটকে রেখেছিল, যা মানুষকে প্রকাশ করতে দেয়নি। ফলে মিডিয়াকে পাঠক নিজের মনে করে না। শেরপুরে বন্যা কিন্তু মিডিয়া দেখাচ্ছে ঢাকায় কী হচ্ছে। মিডিয়াকে কেন সাধারণ মানুষ নিজের মনে করবে?  

সংলাপে আরও অংশ নেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, সাংবাদিক ও কলামিস্ট কামাল আহমেদ প্রমুখ।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য