হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজি বন্ধের সঙ্গে ভাড়া কমানো প্রাসঙ্গিক নয়, এটা সরকারের হাতে: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার পরিবর্তনের পর পরিবহন সেক্টরে ঢাকা পরিবহন মালিকদের নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। এই সেক্টরে চাঁদা ও দখলদারির নৈরাজ্য কমছে। তবে রাস্তায় বা টার্মিনালে চাঁদাবাজি বন্ধ হলেও এর সঙ্গে বাসভাড়া কমানোর সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সাইফুল আলম। 

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, নিরাপদ যাত্রীবান্ধব ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা’ শীর্ষক মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ সময় ভাড়া সরকার থেকে সিদ্ধান্ত নিয়ে ঠিক করা হয়ে থাকে, তাই ভাড়ার বিষয়টি বাদে অন্যান্য দুর্ভোগ এখন থেকে কমানোর চেষ্টা করবেন বলেও জানান তিনি। 

চাঁদাবাজি না থাকলে সেটা যাত্রীদের ভাড়ার ওপর কোনো ইতিবাচক প্রভাব রাখবে কি না জানতে চাইলে সাইফুল আলম বলেন, চাঁদার সঙ্গে ভাড়ার বিষয়টি প্রাসঙ্গিক নয়। ভাড়া নির্ধারণ সরকার থেকে করা হয়। চাঁদাবাজির কারণে যানজট, দুর্ভোগ, নৈরাজ্য তৈরি হয়। সেগুলো এখন থেকে যাতে না হয়, সেই বিষয়ে তাঁরা খেয়াল রাখবেন। 

রাজধানীর ভেতর চলাচলকারী বাসে সর্বনিম্ন ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাসশ্রমিকদের বিরোধ হয়। সে ক্ষেত্রে ভাড়া যারা বেশি নিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই বিষয়ে সাইফুল আলম বলেন, এই ভাড়াও সরকার কর্তৃক নির্ধারিত। তবে যেসব বাস কোম্পানি তাদের মনমতো ভাড়া নির্ধারণ করে, সেগুলো মালিক সমিতি বন্ধ করবে। 

চাঁদাবাজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাইফুল আলম বলেন, কমিউনিটি ট্রাফিকের নামে বাসপ্রতি ১০ টাকা, টার্মিনাল ও অন্যান্য চার্জ ২০ টাকা। এ ছাড়া মালিক সমিতি নিত ৩০ টাকা করে। এই টাকাটা বৈধভাবেই নেওয়া হতো। এর বাইরে কোনো টাকা চাঁদা নেওয়ার সুযোগ নেই। 

মতবিনিময় সভায় সড়কে বিশৃঙ্খলার ৮০ ভাগের জন্য দায়ী সরকার ও প্রশাসন বলে অভিযোগ করেন বাস মালিক সমিতির নেতারা। 

সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কাজল বলেন, পরিবহন সেক্টরের বেশির ভাগ সমস্যাই কাঠামোগত। ৮০ ভাগ সমস্যা সরকার ও প্রশাসনের জন্য হয়। এখানে বাসমালিকদের সমস্যা মাত্র ২০ ভাগ হতে পারে। 

বিশৃঙ্খলা শুধু বাসমালিকেরা নিয়ন্ত্রণ করতে পারবেন না জানিয়ে সাইফুল আলম বলেন, একই সড়কের যন্ত্রচালিত যানবাহন এবং অযন্ত্রচালিত যানবাহন চলাচল সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। এ ছাড়া অবৈধ যেসব যানবাহন রয়েছে, সেগুলো বন্ধ সরকারকেই নিশ্চিত করতে হবে। হাঁটার জন্য ফুটপাত দখলমুক্ত করতে হবে এবং বাসস্টপেজ নিশ্চিত করতে হবে। 

মতবিনিময় সভা থেকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ছয়টি কর্মসূচি ঘোষণা করে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহনসেবা নিশ্চিত করা। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য মালিক/শ্রমিক ও প্রশাসনের সহযোগিতায় চেষ্টা অব্যাহত রাখা। টার্মিনালে চালক-শ্রমিকদের নিয়মিত কাউন্সেলিং/মোটিভেশন সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন