Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা আমিনুল আরেক মামলায় ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা

বিএনপি নেতা আমিনুল আরেক মামলায় ৩ দিনের রিমান্ডে

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে হাতিরঝিল থানার এক মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহা দিবা ছন্দা এই রিমান্ড মঞ্জুর করেন।

আমিনুল হককে কারাগার থেকে আদালতে হাজির করে হাতিরঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. আবুল বাশার। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা আদালত আমিনুলের জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ দিন রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে আমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলে আসামিরা লাঠি ও ইটের টুকরা ছুঁড়ে মারে। এর আঘাতে এএসআই নুরুল হক দুই পায়ে ও ডান হাতে জখম প্রাপ্ত হন। এছাড়াও এএসআই খোরশেদ আলম ও কনস্টেবল মো. রুবেল আহত হন।

গত ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২ নভেম্বর পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে  ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ