হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ মাস আগেই ভবন নিয়ে নির্দেশনা দিয়েছিল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেইলি রোডের আগুন লাগা ওই ভবনটি নিয়ে পাঁচ মাস আগেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা প্রতিপালন হয়নি। 

গত ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস পরিদর্শক অধীর চন্দ্র হাওলাদার স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেওয়া হয়েছিল পুড়ে যাওয়া ভবনের আট তলায় থাকা আমব্রোসিয়া রেস্টুরেন্টের ব্যবস্থাপনা মালিক বরাবর। 

সেখানে বলা হয়, আপনার/আপনাদের প্রতিষ্ঠান/ভবনটি পরিদর্শন করে দেখা যায় অগ্নি ও জননিরাপত্তার দিক থেকে খুবই নাজুক অবস্থায় আছে। যা আদৌ কাম্য নয়। কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, ফায়ার সেফটি ব্যবস্থা যথাযথ ভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে ঢাকা সিটিসহ আশ-পাসের এলাকায় আগুনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং উক্ত আগুনে যান-মালের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই আপনার/আপনাদের প্রতিষ্ঠান/ভবনের অগ্নি ঝুঁকি কমানোর জন্য অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩, বিএনবিসি-২০২০, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার স্থায়ী ও অস্থায়ী অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং জননিরাপত্তা ব্যবস্থাসহ ন্যূনতম দুইটি বাধাবিহিন সিডি সংবলিত ফায়ার সেফটি প্ল্যান/ফায়ার প্রোটেকশন প্ল্যান প্রস্তুত করে, সেই অনুযায়ী সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা আগামী ৯০ (তিন মাস) দিনের মধ্যে বাস্তবায়ন করে নিম্ন স্বাক্ষরকারীকে অবিহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায়, প্রতিষ্ঠান/ভবনটি যথাযথ অগ্নি ও জননিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ব্যতীত ব্যবহারের কারণে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অত্র বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন