রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে রবিন হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে একই এলাকার মনির হোসেনের ছেলে।
স্থানীয়রা বলেন, সকাল ৯টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী উপজেলার সূর্যদিয়া এলাকায় পৌঁছায়। এ সময় কিশোর রবিন ট্রেনটি দেখে দ্রুত রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।