হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় আমীর হোসেনের মৃত্যু, হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে আমীর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী আননী বেগম মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। 

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও এই মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান (পলাশ) ও এ বি এম সিদ্দিক। 

গত ১৯ জুলাই বিটিভি ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আমীর হোসেন নামে এক ব্যক্তি। 

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিদের নির্দেশে অন্য আসামিরা আমীর হোসেনকে গুলি করে হত্যা করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে আসামিরা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটায়।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন