মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহাগ মাতুব্বরকে (৩৮) কুপিয়েছে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত সোহাগ মাতুব্বর ঘুনসী এলাকার বীর মুক্তিযোদ্ধা শাজাহান মাতুব্বরের ছেলে ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিলেন সোহাগ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত অবস্থায় সোহাগকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর কমিটির সদস্যরা।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, সোহাগের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, হামলার এ ঘটনায় মৌখিকভাবে একটি অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।