মুন্সীগঞ্জের গজারিয়ায় হার্ডবোর্ড তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার হোসেন্দী এলাকার সুপারবোর্ড নামের কারখানায় আগুন লাগে বলে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান।
রিফাত মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করি। আগুনের ভয়াবহতা বেশ। বর্তমানে ছয়টি ইউনিট কাজ করছে কারখানাটিতে।
তিনি আরও বলেন, ‘কারখানাটিতে হার্ডবোর্ড-জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি।’