হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে ভাড়া বাসা থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকার একটি বাসায় স্ত্রীর ওপর অভিমান করে আবু সাঈদ মাতুব্বর (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন। 

আজ রোববার দুপুর দেড়টার দিকে সিপাহিবাগ নুরানী মসজিদ গলির বাসায় এই ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত আবু সাঈদের চাচা মো. জসিম মাতব্বর জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাকছাড়া গ্রামে। তার বাবার নাম মো. জাহাঙ্গীর মাতব্বর। বর্তমানে খিলগাঁওয়ে সিপাইবাগ নূরানী মসজিদ গলি এলাকার একটি বাসার পাঁচতলার চতুর্থ তলায় ভাড়া থাকতেন। 

তিনি আরও জানান, দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় আবু সাঈদের। অভিমান করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে অনেকক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সাঈদ ফ্যানের সঙ্গ গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশে সহযোগিতার ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, ‘আমরা খবর পেয়ে দুপুরের দিকে সিপাহিবাগের ওই বাসায় যাই। সেখানে ওই যুবককে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে থাকতে দেখা যায়। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’ 

তিনি আরও বলেন, ‘ওই যুবকের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য