হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি

মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান চেকপোস্ট এলাকা পরিদর্শনে যান। চেকপোস্ট কর্তব্যরত পুলিশ সদস্যদের কাজের ধরন সম্পর্কে নানা দিকনির্দেশনা দেন তিনি।

জানা গেছে, আজ সকাল থেকে সিঙ্গাইরের ধল্লা এলাকায় শহীদ রফিক সেতুর পশ্চিম প্রান্তে পুলিশের নিয়মিত তল্লাশি চৌকিতে হঠাৎ করে অতিরিক্ত পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চল এবং মানিকগঞ্জ থেকে ঢাকাগামী ছোটবড় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের শরীর তল্লাশি করছে পুলিশ। এ সময় ঢাকামুখী ছোটবড় বিভিন্ন যানবাহনের যাত্রীদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। 

এ বিষয়ে মানিকগঞ্জ থানার পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, সারা দেশে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে চেকপোস্ট বসানো হয়নি। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য