নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
দুপুর ১২টায় শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। এরই মধ্যে টঙ্গীর তুরাগপাড়ে জড়ো হয়েছেন কয়েক লাখ মুসল্লি। ইজতেমা ময়দানের মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানের উদ্দেশে আসছেন। বেলা পৌনে ১১টার দিকেও মুসল্লিদের আসতে দেখা গেছে। খিত্তাসহ ময়দানের আশপাশের সড়ক, বাসার ছাদ, বিপণিবিতানের ছাদে বসে মোনাজাতের অপেক্ষা করছেন তাঁরা।
পরিবারের তিন সদস্যকে নিয়ে মোনাজাতে অংশ নিতে আনিসুজ্জামান এসেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্ত্রীকে টঙ্গী স্টেশন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালের ছাদে বসিয়ে ছেলেকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছি। মোনাজাত শেষে এলাকায় ফিরে যাব।’
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা ইজতেমা ময়দানের খিত্তাসহ আশপাশের সড়কে কাগজ (পত্রিকা), পলিথিন, জায়নামাজ বিছিয়ে বসে আছেন। শীর্ষ মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।