হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপি নেতা মনোয়ার হোসেনের পায়ে জখম করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় হামলার ঘটনা ঘটে।  

আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।  

শ্রমিক দল নেতা আল আমিন হোসেন হাতে জখম হয়। ছবি: আজকের পত্রিকা

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।  

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি আজকের পত্রিকাকে জানান, আজ নাসিক ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলী এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অপকর্মে বিরুদ্ধের জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ শেষ করে বাড়ি ফেরছিলেন ওই তিনজন।

হাসপাতালে বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন। ছবি: আজকের পত্রিকা

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অর্ধশতাধিক সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে।

সন্ত্রাসীদের হামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য