কপালে টিপ পরা নিয়ে পুলিশ সদস্য কর্তৃক এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার ঘটনায় গত কয়েক দিন ধরেই উত্তাল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার উদ্বেগ প্রকাশকারী সব বাংলাদেশির সঙ্গে যোগ দিল মার্কিন দূতাবাস।
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস আজ মঙ্গলবার তাদের ভেরিফায়েড টুইটার ও ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তারা টিপ পরিহিত অবস্থায় ছবি তুলেছেন।
পোস্টের ক্যাপশনটি নিচে হুবহু তুলে দেওয়া হলো—
‘এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সকল বাংলাদেশির সাথে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যগণ বাংলাদেশের মানুষের বিভিন্নতা উদ্যাপনপূর্বক সকল ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে উক্ত শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন।’