Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জ ডিসি অফিসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙল জাসাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ ডিসি অফিসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙল জাসাস
শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা ভাস্কর্যটি গুঁড়িয়ে দেন। এ সময় একই চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কালো কালিতে ঢেকে দেওয়া হয়।

বিষয়টি স্বীকার করে জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেন, ‘সারা দেশেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ভাস্কর্য ভেঙে দিয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঢেকে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমি এই ভাস্কর্য অপসারণ করার আলটিমেটাম দিয়েছিলাম। তবুও তারা অপসারণ করেনি। সে কারণে আজকে আমাদের নেতা-কর্মীরা ভাস্কর্য ভেঙে দিয়েছেন।’

জাসাস নেতা আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন, বিষয়টি দেখবেন। কিন্তু প্রায় ১৫ দিনেও ভাস্কর্যটি অপসারণ করা হয়নি। আজকে ভাস্কর্য ভাঙার পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। শুধু জেলা প্রশাসক কার্যালয়ে নয়, আরও কয়েকটি জায়গায় এখনো মূর্তি আছে—সেগুলোও আমরা ভেঙে দেব।’

এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি।

এনআরবিসি ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএসটিআই কর্মকর্তাদের ওপর হামলা, দ্বিতীয় দিনেও বন্ধ জুয়েলারি দোকান

সপরিবার নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

নির্বাচনের দাবি উঠলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে উঠেছে না: নিহতের স্বজনেরা

মার্চের মাঝামাঝি ডাকসুর রোডম্যাপ: উপাচার্য

আনিসুল হক ও তাঁর পরিবারের ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

‘৬ মাস কোর্স করে ডাক্তার পদবি ব্যবহার করতে চায়’

চলন্ত বাসে ডাকাতি ও যৌন নিপীড়ন: পরিকল্পনাকারী ও সহযোগী দুই ভাই গ্রেপ্তার

উত্তরায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৩