হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ ডিসি অফিসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙল জাসাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা ভাস্কর্যটি গুঁড়িয়ে দেন। এ সময় একই চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কালো কালিতে ঢেকে দেওয়া হয়।

বিষয়টি স্বীকার করে জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেন, ‘সারা দেশেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ভাস্কর্য ভেঙে দিয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঢেকে রাখা হয়েছিল।’

তিনি বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমি এই ভাস্কর্য অপসারণ করার আলটিমেটাম দিয়েছিলাম। তবুও তারা অপসারণ করেনি। সে কারণে আজকে আমাদের নেতা-কর্মীরা ভাস্কর্য ভেঙে দিয়েছেন।’

জাসাস নেতা আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন, বিষয়টি দেখবেন। কিন্তু প্রায় ১৫ দিনেও ভাস্কর্যটি অপসারণ করা হয়নি। আজকে ভাস্কর্য ভাঙার পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। শুধু জেলা প্রশাসক কার্যালয়ে নয়, আরও কয়েকটি জায়গায় এখনো মূর্তি আছে—সেগুলোও আমরা ভেঙে দেব।’

এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী