হোম > সারা দেশ > ঢাকা

‘মেয়েকে চড় দেওয়ায়’ ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার শফিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেছেন স্বামী শফিকুল ইসলাম (৩৫)। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার বিকেলে ফতুল্লা থানার কাশিপুর হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সানোয়ারা বেগম (৩২)। ঘাতক ও ভুক্তভোগী সম্পর্কে খালাতো ভাই-বোন। তাঁদের পরিবারে সুমাইয়া (১১) ও সাদিয়া (৭) নামে দুই কন্যা সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, শফিকুল সিঙ্গাপুর প্রবাসী। ১৫ দিন আগে তিনি বাংলাদেশে আসেন। বিকেলে বড় মেয়ে সুমাইয়া ছাদে খেলছিল। সানোয়ারা নিষেধ করলেও সুমাইয়া নিষেধ অমান্য করে ছাদে খেলতে থাকে। নিচে নামার পর সানোয়ারা মেয়েকে শাসন করে চড় দেয়। এতে সংজ্ঞাহীন হয়ে পড়ে মেয়ে সুমাইয়া। মেয়েকে সংজ্ঞাহীন দেখে ক্ষিপ্ত হয়ে শফিকুল ঘরের ভেতরে থাকা চাপাতি দিয়ে সানোয়ারার গলায় ও বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান সানোয়ারা।

হত্যাকাণ্ডের পরেও পালাননি শফিকুল। স্ত্রীকে হত্যার পর তার পাশেই বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং শফিকুলকে গ্রেপ্তার করে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্ত্রীকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে স্বামী শফিকুল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন