Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আসামির দায়ের কোপে আহত এসআইসহ ২ পুলিশ 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

আসামির দায়ের কোপে আহত এসআইসহ ২ পুলিশ 

নরসিংদী রায়পুরা থানার উপপরিদর্শক মো. আরিফ রাব্বানীসহ একজন পুলিশ কনস্টেবল আসামি ধরতে গিয়ে দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টায় উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এই ঘটনা ঘটে। পরে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান।

এ ঘটনায় অভিযুক্ত স্বপন মিয়া উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, স্বপন মিয়া স্থানীয়ভাবে ডাকাত ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আরিফ আরও পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামে যায়। সেখানে পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে স্বপন তাঁর পরিবারের সদস্যসহ দলবল নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো দায়ের কোপে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন উপপরিদর্শক আরিফ ও পুলিশের কনস্টেবল আল-আমিনও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আরিফ রাব্বানীকে ঢাকায় পাঠান। আহত কনস্টেবল আল-আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

এ বিষয়ে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান বলেন, ‘স্বপনের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা হয়েছে। আজ বিকেলে এসআই আরিফ ফোর্স নিয়ে আসামি ধরতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকায় নেওয়া হয়।’ 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ‘উপপরিদর্শক আরিফ রাব্বানীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। আসামি স্বপন মিয়াকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ল্যাসিক মেশিন অকেজো, চিকিৎসাবঞ্চিত রোগীরা

দেশে কিডনি রোগী পৌনে ৪ কোটি

আপনার এলাকায় খুন হচ্ছে, থানায় বসে করেন কী: গভীর রাতে ওসিকে তরুণের জেরা

চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ সভাপতি জাকিরসহ দুজন গ্রেপ্তার

চীনের সঙ্গে সম্পর্কে ইতিবাচক, ভারতের বেলায় নেতিবাচক মনোভাব বেশি: জরিপ

৭ মাস পর শামীম ওসমানসহ ৪৪ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

নতুন ১৮ ওয়ার্ড থেকে নামমাত্র রাজস্ব আসছে: ডিএনসিসি প্রশাসক

ধর্ষণবিরোধী মশাল মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক