হোম > সারা দেশ > ঢাকা

বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রায় দুই ঘণ্টা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

আজ শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

আন্দোলনকারী শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে শ্রমিকদের ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। গত সপ্তাহে ২৭ কোটি টাকা বেতন দিয়েছে কর্তৃপক্ষ। 

সে সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন পান। তবে এখনো সেপ্টেম্বর মাসের বেতন পাননি অনেক শ্রমিক। এ কারণে তাঁরা বেতনের জন্য বিক্ষোভ করে আসছেন। 

এর পরিপ্রেক্ষিতে বকেয়া বেতনের দাবিতে আজ শনিবারও কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, মাসের ১৯ দিন চলে গেলেও এখন পর্যন্ত আমরা বেতন পাইনি। আমরা ঘরভাড়া, দোকান বাকি পরিশোধ করতে পারছি না। গত মাসেও আন্দোলন করে বেতন নিতে হয়েছে। বাজারের ঊর্ধ্বগতির সময়ে দেরিতে বেতন পেলে সংসারের নানা সমস্যা হয়। 

গাজীপুর শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের মধ্যে পাওনা বেতনের মধ্যে ২৭ কোটি টাকার মতো বেতন দেওয়া হয়েছে। অবশিষ্ট বকেয়া বেতনের টাকা দ্রুত পরিশোধ করার জন্য মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে শনিবার কিছু সময়ের জন্য চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার আর কোনো কারখানায় কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন