রাজধানীর হাতিরঝিলে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার বিকেলে হাতিরঝিলের মধুবাগসংলগ্ন ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে লেকের পাড়ে লাশটি তোলা হলে শত শত মানুষ ভিড় করে। যুবকের মাথায় ও বুকে গুলির আঘাত রয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে নাম লেখা রয়েছে বাপ্পি আহমেদ। পিতার নাম মো. সাহিদ আহমেদ। জন্মতারিখ ৩ জানুয়ারি, ১৯৮৬ সাল। ঠিকানা রয়েছে মিরপুর পল্লবীর সেকশন ১১, ব্লক–এ।
মধুবাগ এলাকার বাসিন্দা ইসমাইল আজকের পত্রিকাকে জানান, মানুষের ভিড় দেখে লাশ দেখতে এসেছেন। এই যুবকের লাশ পচে ফুল উঠেছে। ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতে গুলিবিদ্ধ লাশটি হাতিরঝিল লেকে ফেলা হয়েছে।