Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাভারে দুই ট্রাকের প্রতিযোগিতায় প্রাণ গেল ভ্যানচালকের

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে দুই ট্রাকের প্রতিযোগিতায় প্রাণ গেল ভ্যানচালকের
প্রতীকী ছবি

ঢাকার সাভারে দুটি ট্রাক একটি আরেকটির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল । একপর্যায়ে একটি আরেকটিকে অতিক্রমের সময় ট্রাক দুটির মাঝখানে পড়ে প্রাণ হারান রাব্বি হাওলাদার নামে এক ভ্যানচালক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের নিমেরটেক বাসস্ট্যান্ড এলাকায় হাংকি ভাঙ্গা দরবার শরিফের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাব্বি হাওলাদার (১৭) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে। তিনি সাভারে থেকে রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, একটি ইটবোঝাই ট্রাক ও মাটি নিয়ে চলা একটি ট্রাক ঢাকামুখী লেনে পাল্লা দিয়ে চলছিল । সামনের গাড়িটি পেছনের গাড়িটিকে সাইড দিচ্ছিল না । একপর্যায়ে পেছনের গাড়িটি সামনের গাড়িকে অতিক্রম করার সময় রাব্বি হাওলাদারের রিকশাভ্যানটিকে চাপা দেয় । এতে রাব্বি হাওলাদার গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ট্রাক দুটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা