Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-ময়মনসিংহ

রেলপথে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

রেলপথে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
গাজীপুরের শ্রীপুরে রেলপথের পাতের ফাটল। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের পাত ভেঙে গেছে। লাল নিশানে বিপৎসংকেত দেখিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও সংস্কার হচ্ছে না। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলছে ট্রেন।

স্থানীয়রা জানান, উপজেলার বরমী ইউনিয়ন গাড়ারন গ্রামের ৩৩২/৭ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় তিন দিন ধরে রেলপথের জোড়ায় ফাটল দেখা দেয়। বিষয়টি পাশের রেলওয়ে গুমটিঘরের গেটম্যানকে জানানো হয়েছে। এর পর থেকে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ একজন কর্মচারী সেখানে দিয়েছে। তিনি লাল নিশানে বিপৎসংকেত দেখাচ্ছেন। এভাবে চলাচল করছে ট্রেন। সাতখামাইর স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ে কর্মচারী বলাই চন্দ্র বলেন, গতকাল সকাল ৯টা থেকে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনায় লাল নিশান নিয়ে কাজ করছি। ট্রেন এলেই লাল পতাকা দেখানো হচ্ছে। তা দেখে ট্রেন ধীরগতিতে চলাচল করছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামিমা জাহান বলেন, ‘বিষয়টি রেলওয়ে কন্ট্রোল রুম থেকে ফোনে আমাকে অবহিত করেছে। সেখানে একজন দাঁড়িয়ে ট্রেন চলাচলে সতর্ক করছে।’

বিষয়টি রেলওয়ে প্রকৌশলী বিভাগের গফরগাঁও অঞ্চলের পিডব্লিউও মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে।’

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’