ঢাকা-ময়মনসিংহ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের পাত ভেঙে গেছে। লাল নিশানে বিপৎসংকেত দেখিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও সংস্কার হচ্ছে না। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলছে ট্রেন।
স্থানীয়রা জানান, উপজেলার বরমী ইউনিয়ন গাড়ারন গ্রামের ৩৩২/৭ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় তিন দিন ধরে রেলপথের জোড়ায় ফাটল দেখা দেয়। বিষয়টি পাশের রেলওয়ে গুমটিঘরের গেটম্যানকে জানানো হয়েছে। এর পর থেকে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ একজন কর্মচারী সেখানে দিয়েছে। তিনি লাল নিশানে বিপৎসংকেত দেখাচ্ছেন। এভাবে চলাচল করছে ট্রেন। সাতখামাইর স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ে কর্মচারী বলাই চন্দ্র বলেন, গতকাল সকাল ৯টা থেকে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনায় লাল নিশান নিয়ে কাজ করছি। ট্রেন এলেই লাল পতাকা দেখানো হচ্ছে। তা দেখে ট্রেন ধীরগতিতে চলাচল করছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামিমা জাহান বলেন, ‘বিষয়টি রেলওয়ে কন্ট্রোল রুম থেকে ফোনে আমাকে অবহিত করেছে। সেখানে একজন দাঁড়িয়ে ট্রেন চলাচলে সতর্ক করছে।’
বিষয়টি রেলওয়ে প্রকৌশলী বিভাগের গফরগাঁও অঞ্চলের পিডব্লিউও মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে।’