হোম > সারা দেশ > ঢাকা

পৌনে ২ বছর বনবাসে থেকে ফিরলাম: ইকবাল মাহমুদ টুকু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ রোববার বিকেলে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘দীর্ঘ পৌনে দুই বছর বনবাসে থেকে আজকে দেশে আসছি। আমার অনুভূতিটা হলো যে, একাত্তরে আমি যখন ২২/২৩ বছরের যুবক ছিলাম, ১৬ ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল, আজকে আমার সেই অনুভূতিটা হচ্ছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার, খুনিমুক্ত বাংলাদেশ। আজকে বাংলাদেশে মুক্ত হাওয়া নিতে পারব।’ 

তিনি বলেন, ‘আমরা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, সবাই মিলে আমাদের সেই উদ্দেশ্য পূরণ করতে হবে। আমাদের দলের যে ৩১ দফা দেওয়া হয়েছে, সেই ৩১ দফাতে পরিষ্কার করে বলা হয়েছে-আগামীর বাংলাদেশ কি হবে।’ 

গত বছরের ২৩ মে দুর্নীতির এক মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। ওই একই দিনে মামলার রায় হওয়ার পর বিএনপি নেতা আমান উল্লাহ আমান কারাগারে গেলেও অজ্ঞাতবাসে চলে যান টুকু। পরে জানা যায়, তিনি দেশের বাইরে গেছেন। সূত্র বলছে, এই দীর্ঘ সময় বেশ কয়েকটি দেশে অবস্থান করেন তিনি। দেশে ফেরার আগে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন বলেও জানা গেছে।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন