Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ২ 

সাভারে বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। 

আজ বুধবার সাভার থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি। 

তিনি জানান, পারুল বেগম নামে এক নারী তার প্রথম পক্ষের ছেলে ইমামুলকে (৮) নিয়ে কয়েক বছর আগে মুসলিম পাটোয়ারী নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তারা সাভার পৌর এলাকার ইমানদিপুরে বসবাস করে আসছিলেন। গত সোমবার শিশু ইমামুল নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন সাভার থানায় নিখোঁজ ডায়েরি করেন পারুল বেগম। 

এর পরপরই ইমামুলকে খোঁজার কথা বলে মুসলিম পাটোয়ারী বাসা থেকে বের হয়ে যান। পরে অজ্ঞাতনামা এক ব্যক্তি পারুল বেগমের মোবাইল ফোনে কল করে ইমামুল তাঁর হেফাজতে রয়েছে বলে জানান। তাঁকে ফেরত দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন ওই ব্যক্তি। এর কয়েক ঘণ্টা পর মুসলিম পাটোয়ারীও অপহরণকারীদের কবলে রয়েছেন বলে তার স্ত্রীকে মোবাইল ফোনে অবহিত করেন। 

বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে অভিযানে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে মোশারফ হোসেন (৫২) নামে এক সহযোগীসহ মুসলিম পাটোয়ারীকে (৩৮) আটক করে পুলিশ। পরে মুসলিম পাটোয়ারীর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর নিজ বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পাটারি বাড়ি এলাকা থেকে ইমামুলকে উদ্ধার করা হয়। 
 
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘ছেলে অপহরণের ঘটনায় পারুল বেগম থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুসলিম পাটোয়ারী ও মোশারফকে আজ বুধবার ঢাকার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর মারা গেছেন

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ