Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে ৮টি ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যাঁরা  

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে ৮টি ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যাঁরা  

মির্জাপুর উপজেলায় পঞ্চম ধাপের ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

প্রার্থীরা হলেন উপজেলার মহেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভাস সরকার নূপুর, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিয়া, বানাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আনিছুর রহমান হ‌ুমায়ূন, আনাইতারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, ভাতগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী, উয়ার্শী ইউনিয়নে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম মল্লিক, বাঁশতৈল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মিল্টন ও গোড়াই ইউনিয়ন পশ্চিমের সভাপতি আলহাজ হ‌ুমায়ূন কবির। 

জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে পঞ্চম ধাপে ৮ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৮ ইউনিয়নে দলের ৪০ জন নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে থেকে দল যাচাইবাছাই করে ৮ নেতাকে নৌকা প্রতীক দেওয়া হয়। 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাই মিলে মাঠে থেকে কাজ করবে।

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে তরুণের কিলঘুষি, ওসিসহ আহত ৩

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

দখলের সংক্রমণে জেরবার সংক্রামক ব্যাধি হাসপাতাল