ঢাকা-জয়দেবপুর রেলপথের উত্তরার আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকালে বগিগুলো লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন টঙ্গী-আবদুল্লাহপুর এলাকায় রেলব্রিজে ওঠার আগে পেছন থেকে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তাতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাটি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির অধীনে না হলেও খবর পেয়ে আমরা এগিয়ে এসেছি।’
ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি নাশকতা কি না এমন প্রশ্নের জবাবে ছোটন শর্মা বলেন, এই অংশের লাইন বেশ পুরোনো। পুরোনো লাইনের কারণেই হয়তো ট্রেন লাইনচ্যুত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।