হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

কিশোরগঞ্জ প্রতিনিধি

৩ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে তাঁর নিজ জেলা কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

আজ সোমবার সকালে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পৌরসভা মেয়র পারভেজ মিয়া এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। তা ছাড়া জেলার বিভিন্ন জায়গায় ব্যক্তি ও সংগঠনের ব্যানারে প্রয়াত সৈয়দ আশরাফের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসনে ১৯৯৬-২০১৮ সাল পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি টানা দুইবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০১৯ সালের ৩ জানুয়ারি ক্যানসারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়