Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অদম্য মেধাবী ইমা হতে চান গরিবের চিকিৎসক

ফরিদপুর প্রতিনিধি

অদম্য মেধাবী ইমা হতে চান গরিবের চিকিৎসক
ইমার হাতে গত শুক্রবার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। আজকের পত্রিকা

প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

ইমা ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের মুদিদোকানদার শেখ বিলাল হোসেনের মেয়ে। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। এখন তাঁর স্বপ্ন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলা। হতে চান গরিবের চিকিৎসক, যেখানে হতদরিদ্র মানুষ পাবে বিনা মূল্যে চিকিৎসা। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছেন তিনি।

ইমা বলেন, ‘যখন পঞ্চম শ্রেণিতে পড়ি, তখন আমার জিপিএ-৫ আসেনি। সব বন্ধু জিপিএ-৫ পেয়েছিল, অনেকে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিল। তখন কান্না করলেও আমার মা-বাবা অনেক সান্ত্বনা দিয়েছিলেন। এরপর ভালো কিছু করার প্রতিজ্ঞা করেছিলাম, যেন মা-বাবার মুখ উজ্জ্বল হয়।’

ইমার বাবা বিলাল বলেন, ‘আমার মেয়ের সাফল্যের খবর পেয়ে অনেকে খোঁজখবর নিচ্ছেন। ব্রিটিশ-বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামের একটি সংগঠন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।’

গত শুক্রবার সংগঠনটির প্রতিনিধিদল ইমাদের বাড়িতে গিয়ে আর্থিক অনুদান তুলে দেয়।

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক