নারায়ণগঞ্জে নিখোঁজের পরদিন পুকুর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের খানপুরে বউবাজার এলাকায় পুকুর পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তরুণের নাম সিফাত (২০)। তিনি ওই এলাকার সোহেল মল্লিকের ছেলে ও নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। গত ১ তারিখ থেকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার একটি কারখানায় যোগ দিয়েছিলেন।
সিফাতের বাবা ডেন্টিস্ট সোহেল মল্লিক বলেন, ‘গত সোমবার রাতে সিফাত কারখানায় নাইট শিফটে কাজ করার জন্য বাসা থেকে বের হয়। গতকাল মঙ্গলবার সারা দিনেও সে বাসায় ফেরেনি। তার ফোন বন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। বুধবার সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভেসে উঠেছে বলে জানায়। ঘটনাস্থলে এসে আমার ছেলের মরদেহ শনাক্ত করি।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।