হোম > সারা দেশ > ঢাকা

কবির বিন আনোয়ার ও জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা জারি করেন। 

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এ দিন শরিফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম। অপরদিকে কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. জাকারিয়া। 

তাদের আবেদনে বলা হয়, দুজনের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন। তারা দেশত্যাগ করে বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হওয়া প্রয়োজন। 

দুদকের পক্ষে বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পরে আদালত আদেশ দেওয়ার পরে আদালত ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আদেশের কপি পাঠানোর নির্দেশ দেন এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালককেও কপি প্রেরণের নির্দেশ দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭