শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে ডামুড্যা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপির নেতা নাজমুল হক সবুজ, মনির মীর, আমির সরদার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নেতা রাজা ব্যাপারী, জাসাস উপজেলা সভাপতি পলাশ ঢালীসহ বিভিন্ন পর্যায়ের নেতরা।
দোয়া মাহফিলে উপস্থিত নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। তাঁরা বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।