হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে ফারজানা (১৪) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বড় মগবাজার গ্রীনওয়ে রোডের তৃতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় হাতিরঝিল থানার পুলিশ। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত ফারজানার বাড়ি ভোলা জেলার তজমুদ্দিন থানার চর জহুরুদ্দিন গ্রামে। বাবার নাম রবিউল ইসলাম। মগবাজারের বাসায় গৃহকর্মীর কাজ করত। 

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল আলম সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, ‘গত রাতে খবর পেয়ে বড় মগবাজারের ওই বাসা থেকে ফারজানার মরদেহটি উদ্ধার করি। এ সময় তার মরদেহ ড্রয়িং রুমে শায়িত অবস্থায় ছিল। পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ 

এসআই আরও উল্লেখ করেন, মৃত ফারজানা সাহাবুদ্দিন সবুজের বাসায় কাজ করত। গত রাতে সাহাবুদ্দিন সবুজ বরিশাল থেকে রাত পৌনে ২টার দিকে বাসায় আসেন এবং বাথরুম ও ড্রয়িংরুমের লাইট জ্বালানো অবস্থায় দেখতে পান। ফারজানাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। পরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একপর্যায়ে বাথরুমের দরজা ভেঙে দেখেন ফারজানা কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে নিজেরাই মরদেহ নামিয়ে থানায় খবর দেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য