Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দক্ষিণখানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক  

রাজধানীর দক্ষিণখানে স্বামীর বাড়ির পাশ থেকে আফরোজা বেগম (৩৬) নামের এক কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ১১টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আশরাফুল আলম পলাতক রয়েছে।

নিহত ওই প্রবাসী নারী নীলফামারী জেলার ডোমার উপজেলার নীজভোগডাবুড়ি গ্রামের মো. আতাউল্লাহ মন্ডলের মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

অপরদিকে তাঁর স্বামী আশরাফুল আলম দক্ষিণখানের নদ্দাপাড়া দক্ষিণপাড়ার শামছুদ্দিন সরকারের ছেলে। স্ত্রীকে হত্যা করে তিনি কানাডা পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আফরোজা বেগমের স্বামী আশরাফুল আলমনিহতের ছোট ভাই আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বোন, বোন জামাই ও ভাগনি প্রায় তিন মাস আগে কানাডা থেকে বাংলাদেশে আসে। তারা সবাই কানাডার সিটিজেন। বাংলাদেশে আসার পর তারা বোন জামাইয়ের বাসায় উঠে। হঠাৎ করে গত শুক্রবার থেকে আমার বোনকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সোমবার আমরা দক্ষিণখান থানায় একটি নিখোঁজ জিডি করি। পরে আজ বোন জামাইয়ের বাসার পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহের সন্ধান পাই।’

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা মোসাম্মৎ রেজিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘জিডির পর আমি গতকাল মঙ্গলবার মেয়েটির স্বামীর বাড়িতে যাই। সেখানে বাড়ির কেউ কিছুই বলে নাই। এরপর থেকেই বাড়িতে আমি আমার সোর্স লাগিয়ে রাখি। অতঃপর আমি বুদ্ধি খাটিয়ে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজনের থেকে জানতে পারি তাঁকে হত্যা করা হয়েছে। পরে নিহতের স্বামীর কাছ থেকে কৌশলে তথ্য নেই। পরে তাকে ভিডিও কল দিলে সে লাশ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেয়।’

নিহত প্রবাসী নারী আফরোজা বেগম (৩৬)এসআই রেজিয়া খাতুন বলেন, ‘ওই নারীকে হত্যা করে তার মরদেহ গুমের জন্য মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে নিহতের মরদেহ উদ্ধারকালে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট উপস্থিত ছিল। এ ছাড়া উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিল ছিলেন।

লাশ উদ্ধারকালে বাড়ির আশে পাশে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ির গেট আটকে রেখে লাশ উদ্ধারের কার্যক্রম চালানো হয়।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান