হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে নেওয়ার পথে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামি হিসেবে বন্দী মোছা. কছিরন (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মোছা. কছিরন জামালপুর সদরের গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী। কারাগারে তাঁর হাজতি নম্বর ছিল ২০৪৯/২৩।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার শাহজাহান আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাজতি কছিরনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। এ মামলায় তিনি ময়মনসিংহ কারাগারে বন্দী ছিলেন। সেখানে গত ১৮ আগস্ট অসুস্থ হলে তাঁকে ঢাকায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

জেল সুপার বলেন, সেখানে চিকিৎসা শেষে গত ২০ আগস্ট কছিরনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এখানে বন্দী অবস্থায় গত ২২ আগস্ট তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবারও ঢাকায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে গত ২৮ আগস্ট তাঁকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

জেল সুপার আরও বলেন, এখানে আজ শুক্রবার আবার অসুস্থ হয়ে পড়লে কছিরনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে বেলা ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

শাহজাহান আহমেদ বলেন, কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন