Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মসজিদে নারীর সঙ্গে মাদ্রাসা শিক্ষকের শারীরিক সম্পর্কের অভিযোগ, বরখাস্ত ইমাম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

মসজিদে নারীর সঙ্গে মাদ্রাসা শিক্ষকের শারীরিক সম্পর্কের অভিযোগ, বরখাস্ত ইমাম
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ‘হিল্লা বিয়ে’ দিয়ে মসজিদের ভেতরে এক নারীর সঙ্গে এক মাদ্রাসা শিক্ষককে শারীরিক সম্পর্কের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইমামের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার ওই ইমামকে বরখাস্ত করেছে মসজিদ কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া ইমাম হলেন কফিল উদ্দিন। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি পশ্চিম পাড়া আরফান আলী শাহী জামে মসজিদে ইমামতি করতেন। শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠা ব্যক্তি হলেন ইসমত আলী আশেকী, তিনি উপজেলার টেংরা মধ্যপাড়া এলাকার একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

স্থানীয়রা জানান, মসজিদের ভেতর শারীরিক সম্পর্ক করার বিষয় জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে বিরূপ মন্তব্য করতে থাকেন। মসজিদের ইমাম কফিল উদ্দিনকে বরখাস্তের উদ্যোগ নেন মুসল্লিরা। গত শনিবার বিকেলে তাঁকে বরখাস্ত করে মসজিদ কমিটি।

ইমামকে বরখাস্তের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টেপিরবাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন। তিনি বলেন, গত শনিবার এক নারী কয়েকজন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে মসজিদে এসে অভিযোগ করেন। ওই নারী আমাদেরকে জানান, স্বামীর সঙ্গে ওই নারীর ছাড়াছাড়ি হয়ে যায়। তাঁরা আবারও বিয়ে করতে চাইলে ওই নারী মাদ্রাসা শিক্ষক ইসমত আলীর কাছে আসেন। ইসমত আলী আরও পরামর্শ নেওয়ার জন্য মসজিদের ইমাম কফিল উদ্দিনের কাছে নিয়ে আসেন।

কফিল উদ্দিন ওই নারীকে ইসমত আলীর সঙ্গে ‘হিল্লা বিয়ে’ দিয়ে দেন। এরপর ইমামের পাহারায় মসজিদের ভেতরে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে মসজিদের সভাপতির কাছে অভিযোগ করেন ওই নারী।

মসজিদ সভাপতি আলফাজ উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ইমামকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি সত্য মিথ্যা যাচাই-বাছাইয়ের পর মুসল্লিদের সঙ্গে নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করেও ইমাম কফিল উদ্দিন ও মাদ্রাসা শিক্ষক ইসমত আলী আশেকীর বক্তব্য পাওয়া যায়নি।

প্রচলিত ধারণা অনুযায়ী হিল্লা বিয়ে বলতে বোঝায়, স্ত্রীকে তালাক দেওয়ার পর কোনো স্বামী যদি ওই স্ত্রীকে নিয়ে আবারও সংসার করতে চান, তাহলে তালাক দেওয়া স্ত্রীকে আগে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে। পরে আগের স্বামী যদি রাজি থাকেন, তবেই পুনরায় ওই স্ত্রীকে গ্রহণ করতে পারবেন তিনি।

কারিতাস বাংলাদেশের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল কর্তৃপক্ষ

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

ডিআরইউয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে পোশাকশ্রমিককে অপহরণ করে টাকা আদায়ের অভিযোগ

মা-বাবার পাশে চিরশায়িত হলেন ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক

রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ২

বাংলাদেশ স্টাডি ফোরামের নির্বাহী কমিটি ঘোষণা

বেশি লাভের লোভে অপরিপক্ব রসুন তুলছেন কৃষকেরা

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়