হোম > সারা দেশ > গাজীপুর

স্বামীর পরকীয়ার জের, ২ শিশুসন্তান নিয়ে স্ত্রী রাস্তায়

পরকীয়ায় আসক্ত স্বামীর মামলায় কারাগার থেকে বেরিয়ে নিজ বাড়িতে ঢুকতে পারেননি গাজীপুরের শ্রীপুরে মধ্য বয়সী এক নারী। অবুঝ দুই শিশুসন্তান নিয়ে আশ্রয় নিয়েছেন উপজেলা ডাকবাংলোর পরিত্যক্ত ঘরে। 

জানা যায়, ভুক্তভোগী নারীর নাম নাসরিন আক্তার। তাঁর স্বামী স্থানীয় আওয়ামী লীগের এক নেতার যোগসাজশে নিজের স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর কারাভোগ শেষে বাড়িতে এসে দেখেন, স্বামী বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছেন। বাধ্য হয়ে সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ওই নারী। 

আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডাকবাংলোর পরিত্যক্ত ঘরের বারান্দায় কথা হয় ভুক্তভোগী সঙ্গে। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে মানুষের বারান্দায়, খোলা আকাশের নিচে, থানা চত্বরে কাটছে তার সময়। অবুঝ দু’টি কন্যা শিশু নিয়ে আজ রাত এখানেই কাটাবেন। 

ভুক্তভোগী জানান, ‘তার স্বামী সুকৌশলে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেনের পরামর্শে আমাকে মিথ্যা মামলায় প্রথমে কারাগারে পাঠায়। এরপর বিয়ে করে। কারাবাস শেষে বাড়িতে এসে দেখি ঘরে স্বামীর নতুন বউ। এখন আমি অবুঝ দুই শিশু সন্তান নিয়ে বাড়ি ছাড়া।’ 

তিনি আর জানান, ‘কেউ আশ্রয় দিলে তাকেও আমার স্বামী ও আওয়ামী লীগ নেতা রীতিমতো হুমকি–ধামকি দেয়। যার কারণে কেউ আশ্রয় দেয়নি। কোনো দোকানপাটে দাঁড়ালেও তোফাজ্জলের লোকজন ভিডিও করে। এরপর ওই দোকানিকে ডেকে হুমকি দেয়।’ 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে। ওই নারীকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন