রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে (দক্ষিণ ভবন) আজ শনিবার ভোরে আগুন লাগে। তৃতীয় তলায় লাগা এই আগুন দোতলায় ছড়িয়ে পড়ছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারদিক। দোতলায় ধোঁয়ার কারণে ঢুকতে পারছেন না দোকান মালিকেরা। অল্প সময়ের মধ্যে দোতলায়ও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা।
দোতলায় মেঘ-বৃষ্টি গার্মেন্টস নামে ৩০৭ নম্বর দোকানের মালিক রায়হান মিয়া জানান, একদম মুখেই আমার দোকান। ঢোকার চেষ্টা করলাম কিছুক্ষণ, পারলাম না। কোনো মালামাল বের করতে পারলাম না। শুধু ধোঁয়া, টেকা গেল না।
ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৪ মিনিটে তা নির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে কাজ করছে ২৬টি ইউনিট।