Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আমাদের সবাইকে গ্রামীণ সমাজের উন্নয়নে কাজ করতে হবে: বিচারপতি মো. সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমাদের সবাইকে গ্রামীণ সমাজের উন্নয়নে কাজ করতে হবে: বিচারপতি মো. সেলিম

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম বলেছেন, ‘আমাদের সবার উচিত যেখানে আমরা জন্মেছি, যেখানে আমরা বড় হয়েছি সেই এলাকার উন্নয়নে, এলাকার মানুষের উন্নয়নে ভূমিকা রাখা। আমাদের সবার শিকড় গ্রাম। তাই আমাদের সবাইকে গ্রামীণ সমাজের উন্নয়নে কাজ করতে হবে। এসব করার অর্থই হচ্ছে দেশের উন্নয়নে ভূমিকা রাখা।’

গত শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে দোহার-নবাবগঞ্জের পেশাজীবীদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় সমাজের পিছিয়ে পড়া তরুণ ও যুব সমাজকে সম্পদে পরিণত করতে দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানান তিনি।

এলাকার উন্নয়নে পেশাজীবীদের দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ও এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সেলিম মিয়া এলাকার উন্নয়নে দোহার-নবাবগঞ্জের সব পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদ বলেন, ‘আমরা দোহার-নবাবগঞ্জের যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদে পরিণত করব। আর পেশাজীবী পরিষদ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লার পরিচালনায় ও যুগ্ম সম্পাদক খালিদ হোসেন সুমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব এসএম মাহবুবুল হক, সংগঠনের সাবেক সভাপতি আনিসুর রহমান খান, সিনিয়র সহসভাপতি উপ-সচিব বাবু কৃষন্দূ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হরগোবিন্দ সরকার অনুপ। এতে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক হোসাইন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. হুমায়ূন কবীর, কোষাধ্যক্ষ খালেদ বিন ওয়াহিদ (কনক), প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ ইখতিয়ার খান পরাগ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ্রেষ্ঠ আহাম্মেদ রতন ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল (ইবু) প্রমুখ।

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস