পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ২০: ২৭

সরকার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলম খাস্তগীরের নিয়োগ বাতিল করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রোববার রাষ্ট্রদূত পদে নিয়োগটি বাতিলের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান। 

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে উপ হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। 

গত ২৫ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। নিয়োগের ১০ দিন পর তার সেই নিয়োগ বাতিল করে সরকার।

খাস্তগীরের বিরুদ্ধে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মালয়েশিয়ায় আন্দোলনকারীদের বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়া ও মামলা দায়েরের অভিযোগ রয়েছে। 

তবে আজকের পত্রিকাকে খোরশেদ আলম খাস্তগীর বলেন, ‘এই অভিযোগটি পুরোপুরি অসত্য।’

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

তিন চাকার স্কুল ভ্যান: স্কুলের পথে ঝুঁকির যাত্রা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফরিদপুরে সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা